সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশ ও দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যেভাবে ঘটনাটিকে ‘সাম্প্রদায়িক আক্রমণ’ হিসেবে প্রচার করছে, তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই আক্রমণ চরমপন্থিদের দ্বারা সহনশীলতার প্রতীক মুছে ফেলার এবং বাংলাদেশের সমন্বয়বাদী সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিশ্চিহ্ন করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।’ এছাড়া উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দাবি করেছে যে এটি ‘মোহাম্মদ ইউনূসের সরকারের নীরব দৃষ্টিতে’ ঘটেছে। এক বিজেপি এমপি এর দায় জামায়াত ও হেফাজতকে দিয়েছে।