Web Analytics

গত পাঁচ দিন ধরে কুড়িগ্রাম জেলায় তীব্র শীত ও ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী শুক্রবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। নদ-নদীর তীরবর্তী চরাঞ্চলে বসবাসরত মানুষজন হিমেল বাতাসে ঘরবন্দী হয়ে পড়েছেন। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উলিপুর, চিলমারী, রৌমারী ও চররাজিবপুর এলাকায় শীতের তীব্রতা বেশি। দিনমজুর, নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ঠান্ডার কারণে অনেকের কাজ বন্ধ হয়ে গেছে, ফলে আর্থিক কষ্টে দিন কাটছে। গরম কাপড়ের অভাব ও ঠান্ডাজনিত রোগ যেমন জ্বর, সর্দি ইত্যাদি বেড়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ এবং তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।

Card image

Related Threads

logo
No data found yet!