Web Analytics

শিক্ষক সংগঠনগুলো ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ অন্যান্য দাবি জানিয়েছে, তবে সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে বর্তমানে ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ১৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির পক্ষপাতী। ড. আবরার আরও বলেন, সরকার শিক্ষক দাবির প্রতি সংবেদনশীল এবং তাদের সক্ষমতার সঙ্গে সঙ্গতি রেখে শতাংশভিত্তিক বাড়িভাড়া ব্যবস্থা বিবেচনা করছে। পাশাপাশি, শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন আধুনিক করার কাজও চলছে। তিনি বলেন, বেতনই একমাত্র গুরুত্বপূর্ণ নয়; শিক্ষকদের মর্যাদা ও সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।