প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু হয়েছে ঢাকার লোডশেডিং পরিস্থিতি। রামপুরা গ্রিড ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। এর আগে রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ঢাকার একাংশ। রাত ১০ টার দিকে এ গোলযোগের ঘটনা ঘটে।