এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রোববার বরিশালের বাবুগঞ্জে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তোপের মুখে পড়েন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সেতু প্রকল্পকে ঘিরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির চেষ্টা চলছে। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান এবং ফুয়াদকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেন। ফুয়াদ দাবি করেন, তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবুও বিএনপি কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। অপরদিকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন বলেন, ফুয়াদ মিথ্যাভাবে বিএনপিকে ইঙ্গিত করেছেন এবং সেতু প্রকল্পে তার কোনো অবদান নেই। তিনি ক্ষমা না চাইলে বাবুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন। প্রায় ১ হাজার ৫শ কোটি টাকার এই সেতু প্রকল্পকে ঘিরে বরিশাল-৩ আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। স্থানীয় উন্নয়ন প্রকল্প এখন রাজনৈতিক প্রভাব ও প্রতিদ্বন্দ্বিতার নতুন ক্ষেত্র হয়ে উঠছে।