সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে স্কুলছাত্রীর বাবা, চাচা ও ফুফাতো ভাইসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে, সেই সাথে বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে ইভটিজিংকারীরা। আলগী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৭) সপ্তাহ খানেক আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২) ইভটিজিং করে। বিষয়টি ওই স্কুলছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানায়। ওই ছাত্রীর বাবা চাচাসহ বিষয়টি ওই বখাটেদের অভিভাবকদের জানায়। এতে ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে দুই ধাপে এমন ঘটনা ঘটিয়েছে।