জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, গত ডিসেম্বর মাসে দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুনভাবে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ জরিপ ও ক্যাম্পেইন পরিচালনা করে এই সাফল্য অর্জন করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, ১০ ডিসেম্বর ভ্যাট দিবস ও ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালনের পাশাপাশি ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হয়। তিনি বলেন, গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ এসেছে ভ্যাট থেকে। ভ্যাটের আওতা বাড়াতে সরকার ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার বেশি হলেই নিবন্ধনের বিধান করেছে।
এনবিআর ভ্যাট নিবন্ধন ও পরিশোধ প্রক্রিয়া সহজ করতে অনলাইন রিটার্ন দাখিল এবং অতিরিক্ত পরিশোধিত ভ্যাট ব্যাংক হিসাবে ফেরতের স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে।