দেশজুড়ে ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে বাগেরহাট জেলা কারাগারে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। শনিবার সকালে ৫০ জন কারারক্ষী তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারাগারের ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন জেল সুপার মো. মোস্তফা কামাল। পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিধন কার্যক্রম পরিচালিত হয় এবং পৌরসভার কর্মীরা মশা নিধনে কীটনাশক স্প্রে করেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল মশার প্রজননস্থল ধ্বংস এবং কারাকর্মী ও বন্দিদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।