Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের প্রার্থিতা বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬১০টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এর মধ্যে ৬০০টি আবেদন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ১০টি আবেদন বৈধ ঘোষণার বিরুদ্ধে দাখিল হয়েছে। শেষ দিনে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত ১৪১টি আবেদন জমা পড়ে। অনেক প্রার্থীকে ইসির বুথের সামনে আবেদন জমা দিতে অপেক্ষা করতে দেখা যায়।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্টে এসব আপিলের শুনানি নেবে। শুনানি শুরু হবে শনিবার থেকে এবং চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় প্রায় ৭০টি করে শুনানি হওয়ার কথা রয়েছে। আবেদন জমার ক্রমানুসারে শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, আপিলকারীদের বেশিরভাগই স্বতন্ত্র বা রাজনৈতিক দলের প্রার্থী, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন, ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪২ জন।

Card image

Related Threads

logo
No data found yet!