Web Analytics

আইসিসির সাবেক সভাপতি এহসান মানি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসি ও বিসিসিআইয়ের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দেয়, কিন্তু আইসিসি তা প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। ভারতের চাপে নেওয়া এই সিদ্ধান্তে ক্রিকেট দুনিয়ায় অস্থিরতা দেখা দিয়েছে এবং ভারতসহ বিভিন্ন স্থানে সমালোচনা চলছে।

টেলিকম এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মানি বলেন, বর্তমান কাঠামোয় আইসিসি দিক হারিয়ে ফেলেছে এবং অবিলম্বে সংবিধান সংশোধন করে বোর্ডের পরিচালক পদগুলো স্বাধীন ও নিরপেক্ষ করা জরুরি। তিনি ক্রিকেটে রাজনীতির হস্তক্ষেপ ও প্রশাসনিক দুর্বলতাকে এই সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ছিল যৌক্তিক।

মানি আরও বলেন, আইসিসির উচিত ফিফা বা অলিম্পিকের মতো মডেল অনুসরণ করা, যেখানে আয়োজক দেশকে সব দলের ভিসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নতুবা আয়োজক অধিকার হারাতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!