বিজিবি ভারত সীমান্ত দিয়ে পুশইন ও কুরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। রাজশাহী বিজিবি সেক্টরের অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক জানিয়েছেন, সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাচার রোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। কৃষকদের সুরক্ষা এবং ঈদে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি কাজ করছে।