নব্বইয়ের দশকের আলোচিত ছাত্রনেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি দুই দশক পর কানাডা থেকে দেশে ফেরার চেষ্টা করছেন। একসময় ছাত্রদলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত অভি পরে জাতীয় পার্টি (মঞ্জু) থেকে ১৯৯৬ সালে বরিশাল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি এবার ওই আসনে অন্য প্রার্থী মনোনয়ন দিলেও অভির অনুসারীরা হতাশ নন; তারা মনে করছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন। দেশে ফেরার জন্য তিনি সরকারের কাছে ট্রাভেল পাশ চেয়েছেন, তবে আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। অভি জানিয়েছেন, দেশে ফেরা তার প্রধান অগ্রাধিকার, নির্বাচনে অংশগ্রহণ দ্বিতীয় বিষয়। তিনি অভিযোগ করেছেন, প্রশাসনিক জটিলতার কারণে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। স্থানীয় রাজনীতিতে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।