সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন অত্যন্ত জরুরি। তিনি বলেন, নির্বাচনি অঙ্গন ও রাজনৈতিক দলগুলো কলুষিত হয়ে গেছে, বেশির ভাগ প্রার্থী কালোটাকার মালিক এবং পেশিশক্তিনির্ভর রাজনীতি করছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গাইবান্ধার পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার, কারণ কমিশনের সদস্যরা শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন। বদিউল আলম আরও বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচিত হয়েছিল, যার ফলে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয়েছেন। সেই পথ অনুসরণ করেই শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ১৯৯১ সালের নির্বাচনকে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে উল্লেখ করেন।