সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি ও ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আদনান আহমেদ ইমনকে বহিষ্কার করেছে। সংগঠনের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরে বহিষ্কারাদেশ জারি করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান সংগঠনের সহ-দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন।
এই বহিষ্কার সিদ্ধান্ত সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে অভিযোগের বিস্তারিত বা বহিষ্কৃতদের স্থলাভিষিক্ত কারা হবেন, তা এখনো জানা যায়নি।