Web Analytics

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিজয় দিবসের ভাষণে বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির সব অপচেষ্টা ব্যর্থ হবে। তিনি জানান, ভয় বা রক্তপাতের মাধ্যমে কেউ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে পারবে না। জনগণকে সংযম বজায় রাখতে, গুজবে কান না দিতে এবং ঐক্যবদ্ধভাবে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের মোকাবিলা করার আহ্বান জানান তিনি। শরীফ ওসমান হাদির ওপর হামলাকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেন।

ড. ইউনূস তিনটি অগ্রাধিকার তুলে ধরেন—জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গঠন এবং একটি সুষ্ঠু নির্বাচন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, প্রতিযোগী হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

খালেদা জিয়ার চিকিৎসা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রসঙ্গেও তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন। ইউনূস বলেন, ন্যায়বিচার, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

Card image

Related Threads

logo
No data found yet!