ভূমির সিনিয়র সচিব সালেহ আহমেদ জানান, গতকাল কর্মচারীদের সঙ্গে বৈঠকে কর্মচারীরা সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে যেসব কথা বলছেন সেসব বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেছি। সব শুনে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন যে, প্রধান উপদেষ্টা ৩১ মে জাপান থেকে দেশে ফিরবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টাকে কর্মচারিদের দাবি তথা আপত্তির বিষয়টি অবহিত করবেন। উল্লেখ্য, সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন মঙ্গলবার। সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা।