ট্রাম্প প্রশাসন টেক্সাসের ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটিতে সবচেয়ে বড় ফেডারেল অভিবাসী আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। আগস্টের মাঝামাঝি থেকে প্রাথমিকভাবে ১ হাজার অভিবাসীকে আটক রাখা হবে, পরে ৫ হাজার শয্যার একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলা হবে। সামরিক ঘাঁটির ভেতরে হলেও অভিবাসীদের দেখভালের দায়িত্ব থাকবে হোমল্যান্ড সিকিউরিটির ওপর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরও কয়েকটি আটক কেন্দ্র নির্মিত হচ্ছে, যার মধ্যে ইন্ডিয়ানার ‘স্পিডওয়ে স্ল্যামার’ অন্যতম।