হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুর রউফ নামের এক যুবক। মৃতরা হলেন, রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুর রউফ, তার পাঁচ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার। ওসি জানিয়েছেন, প্রায়ই দাম্পত্য কলহ হতো তাদের। দুই দিন আগে রাগ করে বাবার বাড়িতে দুই মেয়ে রেখে চলে যান রউফের স্ত্রী। এরপর অভিমানে বৃহস্পতিবার গভীর রাতে দরজা বন্ধ করে দুই মেয়েকে নিয়ে বিষপান করেন রউফ! শিশুদের চিৎকারে দরজা ভেঙে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।