Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, তাদের নির্বাচনী প্রতীক হাতপাখা না থাকা ৩২টি আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে দলটি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, ২০ জানুয়ারির পর এসব আসনে সমর্থনের ঘোষণা দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। বাকি ৩২টি আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে সৎ, যোগ্য ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন দেওয়া হবে। গাজী আতাউর রহমান বলেন, আপাতত এ বিষয়ে তারা ভাবছেন না, সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

এই ঘোষণার মাধ্যমে দলটি আসন্ন নির্বাচনে স্বাধীনভাবে অংশগ্রহণের পাশাপাশি নির্বাচনী কৌশলে নির্বাচিত আসনে সহযোগিতার পথও উন্মুক্ত রাখছে।

Card image

Related Threads

logo
No data found yet!