Web Analytics

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ জন নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।

বক্তব্যে তিনি জানান, মুন্সীগঞ্জ-৩ আসনের ৭৮টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মত দিলেও সেই মতামত উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া জেলা বিএনপির জনপ্রিয় নেতা মহিউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। প্রতিবাদ জানিয়ে তারা দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ও ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও মৎস্যজীবী দলের নেতারা।

Card image

Related Threads

logo
No data found yet!