ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথের দাবিতে ডিএসসিসি ভবন ঘেরাও করেছেন তার অনুসারীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। মুল গেটের সামনে মানববন্ধন শুরু করেন নগরবাসী। পরে সমাবেশটি হাজারো মানুষে রূপ নেয়। ১০টার দিকে মূল ফটক থেকে নগরভবনে সিঁড়িতে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, ২৭ এপ্রিল রাতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।