গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দৈনিক কালবেলার সাংবাদিক মো. মনিরুজ্জামান দুই দিন ধরে নিখোঁজ। তার ফোন বন্ধ রয়েছে। নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার সকালে প্রাইভেটকারে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। তার সঙ্গে আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও অজ্ঞাত এক ব্যক্তি ছিলেন। বিকাল ৫টার দিকে ফোনে স্ত্রী সালমা যোগাযোগ করলে তিনি ঢাকায় আছেন বলে জানান। এরপর থেকে মনিরুজ্জামান আর বাড়িতে ফেরেননি। আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকারের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এছাড়া শোনা যাচ্ছে মোবাইল ফোনে তার এক আত্মীয়ের কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে।