ডিএমটিসিএলের চারজন কর্মী এমআরটি পুলিশ সদস্যের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মেট্রোরেল কর্মীরা। রোববার রাতে ৬টি দাবি তুলে তারা জানান, সোমবার সকাল থেকে দাবি না মানা পর্যন্ত মেট্রোরেল চালাবেন না তারা। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কাউন্টার ফাঁকা থাকায় টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছেন যাত্রীরা। দাবিগুলো হচ্ছে, বিচার হতে হবে। নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে; এমআরটি পুলিশকে বাতিল করতে হবে; শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে; অফিসিয়াল পরিচয় পত্র ছাড়া ও অনুমতি ব্যতি কোনো ব্যক্তি পেইড জোনে প্রবেশ করতে পারবে না ইত্যাদি।