একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি অবিচার হয়েছে, এমন প্রশ্ন উঠার পর কোন প্রক্রিয়ায় খালেদা জিয়াসহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায় আইনজীবীদের কাছে তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। পরে জৈষ্ঠ্য আইনজীবী প্রবীর নিয়োগী বলেন, সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারে। এভাবেই নির্ধারিত হোক ক্ষতিপূরণের মাত্রা। এরপরে নির্বাচন কমিশনে নিয়োগ বঞ্চিত ৮৫ জনের রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেন আপিল বিভাগ। এর আগে ১৯ ফেব্রুয়ারি ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন! এই সময় দোলন দোষীদের প্রতীকি হলেও সাজা দেওয়ার দাবি জানিয়েছেন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।