চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার নাম বদল করে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা চাচার সম্মানী ভাতা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। অভিযুক্ত স্বীকার করে বলেছেন, এনআইডি নকল করে ভাতা তুলতেন। এ জন্য ইউপি সচিব ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারকে মাসোয়ারা দিতেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন সেই সচিব। সন্তানহীন মুক্তিযোদ্ধার নাম বসু মিয়া। অভিযুক্ত আবদুস শুক্কুর (৪৬) বসু মিয়ার ভাতিজা। পেশায় গ্রাম পুলিশ শুক্কুরের বাবা আব্দুর রাজ্জাকও একজন মুক্তিযোদ্ধা। ১৫ সাল থেকে শুক্কুর এই জালিয়াতি করে আসছে।