Web Analytics

রাজধানীর বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক ঘটনায় চার নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকালের মধ্যে এসব ঘটনা ঘটে। চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

যাত্রাবাড়ীর কোনাপাড়া আদর্শবাগ এলাকায় আশা আক্তার (২৯) গলায় ফাঁস দেন। ডেমরার পূর্ববক্সনগর থেকে কোহিনূর (৩৬)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। মিরপুরের ১০ নম্বর সেক্টরে সানজিদা ইসলাম মিম (১৯) গলায় ফাঁস দেন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বাড্ডার আফতাবনগর বাঘাপুর এলাকায় গৃহপরিচারিকা সুবর্ণা খাতুন (৩০) পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দেন বলে জানা গেছে।

সব ঘটনায় পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!