সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। যশোরে এক পথসভায় তিনি বলেন, ছাত্রদের রক্ত আর ত্যাগের ফসল লুটে নিচ্ছে কিছু দল, যারা এখন সংস্কারের ভয় পাচ্ছে। আখতার অভিযোগ করেন, শাপলা প্রতীককে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে যাতে এনসিপি তা না পায়। তিনি বলেন, ‘আমরা যখন বাংলাদেশে সংস্কারের কথা বলছি; তখন শুধু তারা নির্বাচনের কথা বলছে। যদি হাসিনার সিস্টেমে থাকে, হাসিনার সংবিধানে থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসন থাকে তাহলে আমাদের নতুন করে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন; সে স্বপ্ন স্বপ্নই থাকবে। সেটা কখনো বাস্তবায়ন হবে না।