Web Analytics

চরম দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ৪৪৩ মেট্রিক টন চাল বিতরণ করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২৯ কোটি ১৮ লাখ টাকার বেশি নগদ অর্থ বিতরণ করেছে মন্ত্রণালয়। এদিকে ইজিপিপি বাস্তবায়নে সরকার ১ হাজার ৫০৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শীতকালে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য মন্ত্রণালয় ৪১ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। আবাসন সহায়তায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতি দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ৭৬ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া বাড়ি নির্মাণে অনুদান বাবদ আরও ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের খাবার কেনার জন্য বরাদ্দ দেওয়া হয় ২০ কোটি টাকা। একইভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে পশুখাদ্য কেনার জন্য অতিরিক্ত ২০ কোটি টাকা বরাদ্দ দেয় মন্ত্রণালয়। এদিকে বন্যাকবলিত মানুষের মাঝে নগদ ৪ কোটি ৮০ লাখ টাকা বিতরণ করেছে সরকার। অন্যদিকে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আওতায় গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে অন্তর্বর্তী সরকার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।