Web Analytics

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যে জঞ্জাল গত ৫৪ বছরে জমেছে, আমাদের এই অল্প দিনে তা দূর করা সম্ভব না। একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি, যে আগামী ৫ বছরে কী করা উচিত, ১০ বছরে কী করা উচিত। আমরা যাবার আগে একটা প্রেস কনফারেন্স করব ‘রোড টু সাকসেসর’। তিনি বলেন, আমাদের পরবর্তী পর্যায়ে যারা নির্বাচিত হয়ে আসবে, আমার উপলব্ধি আমি নোট আকারে দিয়ে যাব। ফারুকী বলেন, এতদিন আমরা শুধুমাত্র পাসের হার বাড়িয়েছি, আমরা শুধু দেখেছি কতজন জিপিএ-৫ পায়। শিক্ষা এবং সংস্কৃতির ফাউন্ডেশন ভয়াবহভাবে ধ্বংস করা হয়েছে। এটা ঠিক করার জন্য সময় লাগবে। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার সঙ্গে কয়েকবার আলোচনা করেছি। তাদের সঙ্গে ‘নতুন কুড়ি’ নিয়ে আলোচনা হয়েছে। এটা চালু হলে একটা প্রভাব পড়বে। এই সময় তিনি স্থানীয় ও ইনক্লুসিভ কালচারাল প্রোগাম নিয়ে সরকারের কাজের কথা জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!