জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে ঘোষণা দেন যে, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চান। তিনি বলেন, বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করা হবে এবং দেশের স্লোগান হবে ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’। তিনি আরও জানান, তাদের কাছে কোনো সদস্য কার্ড নেই, জনগণই তাদের কার্ড।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে দরিদ্র করে রাখা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, উত্তরবঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং দেশের ৬৪ জেলায় ৬৪টি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তিনি অভিযোগ করেন, দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা ফেরত আনা হবে। তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও টাকা পাচার বন্ধের অঙ্গীকারও করেন।
দশ দলীয় জোটের এই নির্বাচনি সমাবেশে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ১২ জানুয়ারির নির্বাচনে পরিবর্তনের জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।