বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে শোরুম ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের দোসররা জড়িত। টুকু বলেন, যারা এই আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাট করছেন, তারা কখনো মুসলিম হতে পারেন না। যারা ভাঙচুর করছেন, তারা দেশকে অস্থিতিশীল করতে চান, তারা সাবধান হয়ে যান। যারা ভাঙচুর করেছেন, তারা আওয়ামী লীগেরই প্রেতাত্মা।