গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক, গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক। এই দেশের মানুষ বিগত ১৫ বছর ভোট দিতে পারে নাই, তাই মানুষ কে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। হানিফ বলেন, বিগত সময়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন কিন্তু এই এলাকার কোন উন্নয়ন করেনি। আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক। এই সময় এই নেতা ১৮ থেকে নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।