রাজশাহী মহানগর বিএনপির নেতা মো. একরাম আলীর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ দখল করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জুলাই অভ্যুত্থলের পর কক্ষটি তালাবদ্ধ করে তারা দখলে নেয় এবং সম্প্রতি রং করে চেয়ার-টেবিল বসিয়ে ‘পার্টি অফিস’ বানায়। একরাম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক-সামাজিক অপরাধ ঠেকাতেই তিনি কক্ষটি খুলেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, অভিযোগ সত্য হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।