আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ মিছিল থেকেই ‘দিল্লি না ঢাকা’ স্লোগান শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ৮ জুলাই আবরারের কবর জিয়ারত শেষে তিনি বলেন, আবরার ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া এক প্রতীক, যার দেখানো পথেই এনসিপি রাজনীতি করছে। তিনি বলেন, আবরারের মৃত্যুর প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেয় এবং জুলাই গণঅভ্যুত্থানের পেছনের অনুপ্রেরণা হয়ে ওঠে। নাহিদ বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। গত ১৬ বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সকল শহীদ ও নির্যাতিতদের ধারণ করি। যে বাংলাদেশপন্থি রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই।