বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি, চোরাবালিতে আটকে আছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি এক মাপেই মাপতে চাই। আরাকানের সঙ্গে অন্তর্বর্তী সরকার সাত শর্তে চুক্তি করেছে। তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? শেখ হাসিনাও এমন শর্ত দিয়ে চুক্তি করেছিল। যা প্রকাশ করা হয়নি। দেখা যাবে, এমন চুক্তি করেছে, যা একসময় দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াবে!