Web Analytics

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে করা চুক্তিগুলো পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খানের হাতে প্রতিবেদনটি তুলে দেন। শেখ হাসিনার সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় করা ১৫৬টি চুক্তি এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত। তবে কমিটি বা সরকার কেউই প্রতিবেদনের সুপারিশ প্রকাশ করেনি।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর গঠিত এই কমিটিতে আদানি গ্রুপসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন চুক্তি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়। এতে বুয়েটের অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট আলী আশফাক, বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ জাহিদ হোসেন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মোশতাক খান সদস্য হিসেবে ছিলেন। কমিটিকে তথ্য সংগ্রহ, নথি নিরীক্ষা ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তলব করার পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছিল।

এছাড়া অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটি কমিটি ১ ডিসেম্বর প্রকাশিত শ্বেতপত্রে আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক লাখ ২৫ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে ধরে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!