বাংলাদেশি প্রবাসীদের সম্পৃক্ত করে কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি একটি ১৩ সদস্যের ডায়াস্পোরা সেল গঠন করেছে। এহতেশাম হককে সেল সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন দেবাশীষ চক্রবর্তী, অরণি সেমন্তি খান, তাওহীদ তানজিম এবং আরও অনেকে। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ জানুয়ারি এই ঘোষণা দেওয়া হয়। প্রবাসীদের সংগঠিত করে জাতীয় কার্যক্রমে তাদের গতিশীল অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।