চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর-ডানপন্থি হোসে অ্যান্তোনিও কাস্ত। উপ-নির্বাচনে তিনি ৫৮ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বামপন্থী জোটের প্রার্থী ও কমিউনিস্ট পার্টির সদস্য জিনেট জারা পরাজয় স্বীকার করে কাস্তকে অভিনন্দন জানিয়েছেন। রাজধানী সান্তিয়াগোতে কাস্তের সমর্থকরা পতাকা উড়িয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে বিজয় উদযাপন করেন।
কাস্ত তার প্রচারণায় অবৈধ অভিবাসন রোধ, সীমান্ত নিয়ন্ত্রণ, সহিংস অপরাধ দমন এবং স্থবির অর্থনীতি পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দেন। সাম্প্রতিক বছরগুলোতে চিলি সামাজিক অস্থিরতা, মহামারি ও সংগঠিত অপরাধে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাতিন আমেরিকার অন্যান্য দেশে ডানপন্থীদের ধারাবাহিক জয়ের পর কাস্তের এই বিজয় অঞ্চলটিতে ডানপন্থার উত্থানকে আরও দৃঢ় করেছে।
বিশ্লেষকদের মতে, কাস্তের নেতৃত্বে চিলির রাজনীতি নতুন মোড় নিতে পারে। নিরাপত্তা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের ভারসাম্য রক্ষা তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।