বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বর্তমানে খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শায়রুল কবির সাংবাদিকদের অনুরোধ করেন, দায়িত্বশীল সূত্র ছাড়া তার স্বাস্থ্য নিয়ে কোনো সংবাদ প্রকাশ না করতে। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় চিকিৎসা নিচ্ছেন।