Web Analytics

উত্তরবঙ্গে শীতের আগমন শুরু হয়েছে, তেঁতুলিয়ায় রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, বিশেষ করে খেটেখাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে এলাকায় একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং ডিসেম্বরের শুরুতে একাধিক শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, তখন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এদিকে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিনশ রোগী চিকিৎসা নিচ্ছেন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।