ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত অগ্রগতি জানাতে আজ ঢাকায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। র্যাব, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা এতে অংশ নিয়ে এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও প্রমাণাদি তুলে ধরবেন। আদালতের নির্দেশে মামলাটি হত্যাচেষ্টা থেকে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।
ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনে মোটরসাইকেল আরোহী এক সন্ত্রাসীর গুলিতে হাদি আহত হন। ছয় দিন পর তিনি সিঙ্গাপুরে মারা যান। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের পরিবারের সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সংবাদ সম্মেলনে তদন্তের সার্বিক চিত্র উপস্থাপন করা হবে।
জাতীয় নির্বাচনের আগে এই হত্যাকাণ্ড রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। তদন্তের স্বচ্ছতা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন হাদির সহকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।