পটিয়া থানার ওসি জায়েদ নূরের অপসারণ দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ফের লাঠিপেটা করেছে পুলিশ, এতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে দাবি উঠেছে। বুধবার সকালে পটিয়া থানার সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে। পরে তারা ঢাকা-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে একদফা দাবিতে অবস্থান নেয়। এর আগে মঙ্গলবারও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে সোপর্দ করা নিয়ে পুলিশ হামলা করেছিল।