প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু লিখেছেন, ‘যারা আমার ভোটার তাদের একটা স্পষ্ট কথা বলতে চাই। আমাকে যদি আপনি যোগ্য না মনে করেন আমাকে ভোট দিয়েন না। কিন্তু আমাকে ভোট দিলে অন্য কেউ জিতে যাবে স্টেট এজেন্সির করা এই কৃত্রিম ক্যালকুলেশান করে যদি আমাকে ভোটবঞ্চিত করেন তাহলে গাদ্দারি করবেন।’ তিনি লেখেন, ‘শিবির ঠেকাতে যাদের অপশান মনে করছেন তাদের শিবিরের সাথে লিঁয়াজোর ইতিহাস বহু পুরানো। জিতি হারি, প্রান্তিক মানুষদের জন্য লড়ব। সেই লড়াইয়ে আমাকে এম্পাওয়ার করবেন কিনা সেটা আপনার চয়েজ। যদি বিশ্বাস রাখেন, জিতে ফিরব।’
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।