পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে হঠাৎ বন্যায় ২১ জনসহ দেশজুড়ে বৃষ্টিতে মোট অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অনেকেই শিশু। স্বাত উপত্যকায় নদীর স্রোতে পরিবারগুলো ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। পাঞ্জাবে বৃষ্টি ও দেয়াল ধসে ১৩ জন মারা গেছে এবং সিন্ধ ও বেলুচিস্তানে আরও অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গত মাসেও তীব্র ঝড়ে পাকিস্তানে ৩২ জনের মৃত্যু হয়েছিল। জাতীয় আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টি ও বন্যার ঝুঁকি অব্যাহত থাকার সতর্কতা দিয়েছে।