সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১১৬ বারের মতো পিছিয়েছে আদালত। রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় এই রায় দেয় আদালত। পরবর্তী তারিখ ৬ এপ্রিল নির্ধারণ করেছে আদালত। গত ৩০ সেপ্টেম্বর এই মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তর করা হয় । ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি খুন হন তারা।