Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সংলাপটি দুই পর্বে হবে—প্রথম পর্ব সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গত ১৪ সেপ্টেম্বর ইসি ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় এবং পরবর্তীতে আরও ১৬টি নতুন সংস্থার নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে। এর মধ্যে ১৫টি সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। ইসি ৮০টি সংস্থার সঙ্গে সংলাপে বসবে এবং শুনানি শেষে আরও একটি সংস্থা যুক্ত হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।