গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার দুপুরে নয়াপল্টন থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন অভিযোগ করেন, শিবিরের কর্মীরা মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মব তৈরি করে ছাত্রদলকে অপদস্থ করার চেষ্টা করছে। শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি।