Web Analytics

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আগামী ১২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মিরপুর ৬ নম্বর ট-ব্লকের বস্তি এলাকায় নির্বাচনি প্রচারণার অষ্টম দিনে গণসংযোগকালে তিনি এই আহ্বান জানান।

আমিনুল হক বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে বড় করে দেখিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে, অন্যদিকে জামায়াত মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমিনুল হক আশা প্রকাশ করেন, ১২ জানুয়ারির সুষ্ঠু নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!