দুই সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর থাইল্যান্ডকে আলোচনার প্রস্তাব দিয়েছে কম্বোডিয়া। এএফপির হাতে আসা এক চিঠিতে জানা গেছে, কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা থাইল্যান্ডকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যুদ্ধবিরতি সংক্রান্ত বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সীমান্তে চলমান সংঘর্ষের কারণে বৈঠকটি একটি নিরাপদ ও নিরপেক্ষ স্থানে হওয়া উচিত। সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ২৩ জন ও কম্বোডিয়ায় ২১ জন নিহত এবং দুই দেশে প্রায় ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এর আগে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও জানান, বিদ্যমান দ্বিপক্ষীয় সীমান্ত কমিটির আওতায় চান্তাবুরি প্রদেশে বৈঠক হওয়ার কথা। তবে কম্বোডিয়ার অনুরোধে মালয়েশিয়া, আসিয়ানের বর্তমান সভাপতি দেশ হিসেবে, কুয়ালালামপুরে বৈঠক আয়োজনের সম্মতি দিয়েছে।
এদিকে কম্বোডিয়া অভিযোগ করেছে, বৈঠকের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই থাইল্যান্ড তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। সীমান্ত শহর পইপেতে গোলাবর্ষণ অব্যাহত থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।