গতকাল শুক্রবার মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর দাবি করেছে যে, বাশার আল-আসাদপন্থি অন্তত ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয়েছে। এর আগের দিন আসাদপন্থিরা হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরিয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আহমেদ আল-শারা বলেন, আপনারা সব সিরিয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। বৃহস্পতিবার হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।